Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০২৫

মহাপরিচালক মহোদয়ের জীবন বৃত্তান্ত

 

ড. এ কে এম আজাদুর রহমান

মহাপরিচালক (যুগ্ন সচিব)

বাংলাদেশ রেফারেন্স ইস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (বিআরআইসিএম)

 

ড. এ কে এম আজাদুর রহমান ২১ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য এবং বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান রসায়ন বিভাগ হতে প্রথম শ্রেনীতে বিএসসি (অনার্স) ও প্রথম শ্রেনীতে এমএসসি (থিসিস) ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন, যুক্তরাজ্য থেকে ফার্মাকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ড. এ কে এম আজাদুর রহমানের ক্যারিয়ারের মূল দিকগুলো হলো:

 

১। সরকারি ও আন্তর্জাতিক ভূমিকা:

- পরমানু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

- তিনি মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপপরিচালক স্থানীয় সরকারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া নৌপরিবহণ মন্ত্রণালয়সহ বেশকিছু মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন।

- বিআরআইসিএমে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

২। শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষনা অবদান:

- প্রশাসন ক্যাডারে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবি এবং পরমানু শক্তি কমিশনে গবেষনা কার্যক্রম পরিচালনা করেন।

 

৩। গবেষণা নিবন্ধ:

- জার্নাল অব দ্যা আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজি “The AGE-RAGE system and diabetic nephropathy” শিরোনামে নিবন্ধ প্রকাশিত হয়।

প্রকাশকাল: আগষ্ট’২০০৩।

বিস্তারিত: https://doi.org/10.1097/01.asn.0000077414.59717.74

- ২০১৬ সালে ক্যান্সার রিসার্চ নামক জার্নালে “In silico design and biological evaluation of benzofused polyamides targeting G-quadruplex DNA structures” শিরোনামে নিবন্ধ প্রকাশিত হয়।

প্রকাশকাল: জুলাই’২০১৬।

বিস্তারিত: https://doi.org/10.1158/1538-7445.AM2016-1357

- ২০১৬ সালে কিংস কলেজ অব লন্ডন নামক ইউনিভার্সিটি পোর্টালে “In Silico Design and Biological Evaluation of Benzofused Polyamides Targeting G-Quadruplex DNA Structuresশিরোনামে অভিসন্দর্ভ (পিএইচডি) প্রকাশিত হয়।

প্রকাশকাল: ২০১৬

বিস্তারিত: https://kclpure.kcl.ac.uk/portal/en/studentTheses/in-silico-design-and-biological-evaluation-of-benzofused-polyamid

 

৪। পুরস্কার ও সম্মাননা:

-ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বৃত্তি, জাপান সরকার কর্তৃক প্রদত্ত Monbukagakusho: MEXT স্কলারশিপ এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ফেলোশিপ।